৮ দফা দাবিতে কুড়িগ্রামে ভূমিহীনদের মানববন্ধন
প্রকাশিত : ১৭:৩১, ২৭ অক্টোবর ২০১৯
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে ৮ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এসকে মিন্টু চন্দ্র রায়, সদস্য সচিব শাহাজুল আলম সাজু, কালিয়াকৈর উপজেলা সভাপতি জাহিদ হাসান, রাজারহাট সভাপতি এমডি ফিরোজ হাসান, রাজিবপুর সভাপতি নিমাই চন্দ্র বর্মণ, মাধবী রানী প্রমূখ।
দাবিগুলোর মধ্যে রয়েছে, নদী ভাঙ্গনের শিকার ভূমিহীনদের পুনর্বাসন, খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বিতরণ, এনজিও ঋণ থেকে মুক্তি ও রেশন চালু, কৃষকের কৃষিঋণ মওকুফ, খাস জমি বণ্ঠন কমিটিতে ভূমিহীনদের প্রতিনিধিত্ব রাখা, কুড়িগ্রামে শিল্পকল কারখানা তৈরী ও কর্মসংস্থান সৃষ্টি, রেললাইন ও বাঁধের দু’পাশে বসবাসকারীদের পুনর্বাসন এবং প্রতিবন্ধী স্কুলগুলোকে সরকারি আওতায় নিয়ে আসা।
মানববন্ধনে দেশের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ভূমিহীন পরিবারের লোকজনরা অশংগ্রহন করেন।
আই/এসি
আরও পড়ুন