ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৭, ২৭ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। 

অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য সমাজসেবক মোহাম্মদ সায়মুন ইসলাম। এতে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের বিশিষ্ট আইনজীবি উপজেলা আওয়ামী লীগের সদস্য এড. জয়নাল আবেদিন জয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. শরিফ উদ্দিন প্রমুখ।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি