ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আত্মপ্রকাশ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ২৭ অক্টোবর ২০১৯

সুনামগঞ্জ জেলায় কর্মরত অনলাইন নিউজ পোর্টালে সক্রিয় সংবাদকর্মীদের সার্বিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বর্তমান ডিজিটাল যুগে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালের গুরুত্ব অপরিসীম। এই লক্ষে জেলার একঝাঁক তরুণের ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীদের নিয়ে অনলাইন প্রেসক্লাব গঠন করা হয়। 

নবগঠিত সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি কুলেন্দু শেখর দাস, আব্দুস সালাম, আনোয়ারুল হক, তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক ফোয়াদ মনি, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, অর্থ সম্পাদক মো. বাবুল মিয়া, দপ্তর সম্পাদক আলাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উস্তার আলী, ক্রীড়া সম্পাদক আব্দুল বাছির, সাংস্কৃতিক সম্পাদক কর্ণবাবু দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ, 

নির্বাহী সদস্য স্বপন কুমার সরকার, অরুন চক্রবর্তি, হাসান বশির, জাকির হোসেন রাজু, মোস্তাফিজুর রহমান, সাবজল হোসেন, নুরুজ্জামান, শাহিনুর রহমান, গোলাম সরোয়ার, জুয়েল আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামাল হোসেন, নুর উদ্দিন, পীর জুবায়ের আহমেদ, সাব্বির হোসেন, আতিকুর রহমান, আলী আক্কাস, মিজানুর রহমান ওমান, মোমেন মুন্না, মো. সাইফুল্লাহ, ফকির মোহাম্মদ, জামরুল ইসলাম রেজা, হৃদয় হোসন রাজ, আরিফ হোসেন, এনামুল হক মুন্না, শাহিনুর রহমান, আমিনুর রহমান মামুন, অনিমেশ তালুকদার, সেলিম আহমদ।

কেআই/আরকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি