ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দোহারে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

দোহার-নবাবগঞ্জ(ঢাকা)সংবাদদাতা

প্রকাশিত : ২১:৫৩, ২৭ অক্টোবর ২০১৯

ঢাকা দোহার উপজেলার ঘাটা এলাকার স্বেচ্ছাশ্রমে একটি রাস্তা মেরামত করেছে স্থানীয়রা। রোববার সকাল থেকে এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় রাস্তাটি মেরামত করেন তারা।

স্থানীয়রা জানান, দোহার বাজার থেকে কাটাখালি হয়ে গালিমপুর-ঢাকাগামী রাস্তাটির ঘাটা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের সামনের অংশে প্রায় ৪০ ফুট রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা ছিল। এতে যানবাহনসহ পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হত। গত বছর রাস্তাটি মেরামত হলেও কিছুদিন না যেতেই রাস্তাটি আবার ভেঙে যায়। নির্মাণ কাজে অনেক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

এলাকাবাসী আরও জানান, রাস্তাটি সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের বারবার বললেও আশ্বাসের ঝুঁকি ছাড়া কিছুই পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে দোহার ঘাটা গ্রামের স্থানীয় ২০ থেকে ২৫ জন যুবক উদ্যোগ নেয় স্বেচ্ছাশ্রমে রাস্তার ভাঙ্গা অংশ মেরামতের।

রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত যুবকরা জানান, জনপ্রতিনিধিদের কাছে অনেকবার বলেও কোন লাভ হয়নি। তাই আমরা নিজেরাই কাজ শুরু করেছি। তবে রাস্তাটি স্থায়ীভাবে মেরামত না করলে ভোগান্তি কমবে না বলে জানান তারা।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি