ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপ সমিতি ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২৮ অক্টোবর ২০১৯

সন্দ্বীপ সমিতি ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় রূপালী লাইফ টাওয়ার কনফারেন্স হলে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি।

দ্বিতীয় অধিবেশনে সাধারণ সদস্যদের ভোটে মাহফুজুর রহমান মিতা এমপি সভাপতি ও শাহনাওয়াজ মাহমুদ লাভলুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গিয়াস উদ্দিন রিটন, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কানাই চক্রবর্তী ও মঞ্জুরুল আবেদীন চৌধুরী। 

সন্দ্বীপ সমিতি, ঢাকার সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি মো. আবদুল জলিল, যুগ্ন সাধারণ সম্পাদকঃ শাহিন রহমান সাহেদ, যুগ্ন সাধারণ সম্পাদকঃ মো. আরিফ আলী, সাংগঠনিক সম্পাদকঃ কাজী মঞ্জুরুল আলম, অর্থ বিষয়ক সম্পাদকঃ মো. আখতার হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকরাম উদ্দিন ফরহাদ, সমাজ কল্যাণ সম্পাদকঃ মো. রেজাউল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকঃ মুহাম্মদ মাসুদ করিম, দপ্তর সম্পাদকঃ মো. সিরাজুল মাওলা।

সদস্য- মো.আবদুল হাই, মনিরুল হুদা বাবন, মো. মাহবুবুর রহমান, শেখ মোহাম্মদ ইসমাইল, মো. আবুল হোসেন, আব্দুস সোবহান শামু, মো. সালাউদ্দিন, মো. দিদারুল ইসলাম। 

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি