ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শার্শায় শিশু ধর্ষণচেষ্টায় কিশোর আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৩, ২৮ অক্টোবর ২০১৯

যশোরের শার্শায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহিল হাসান নয়ন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১২টার সময় শার্শা থানা পুলিশ তাকে আটক করে। আটক নয়ন শার্শা উপজেলার রাঘবপুর গ্রামের জাহিদুল ইসলামের পুত্র। 

পুলিশ ও ওই শিশুর স্বজনেরা জানায়, রোববার (২৭ অক্টোবর) বিকেলে নয়নদের বাড়ির উঠানে অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করছিল দ্বিতীয় শ্রেণির ওই শিশুছাত্রী। এ সময় নয়ন তাকে কৌশলে গান শোনার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। 

এদিকে দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়িতে ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে নয়নদের বাড়িতে গিয়ে ছাত্রীর মা দেখেন নয়নের ঘরের দরজা বন্ধ। ভিতরে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজছে। ডাকাডাকির এক পর্যায়ে ঘরের দরজায় ধাক্কা দেন তিনি। দরজা ভিতর থেকে বন্ধ দেখে ছাত্রীর মা ঘরের জানালা খুলে দেখেন নয়ন ওই ছাত্রীর পরিহিত প্যান্ট খুলে তাকে ধর্ষণের চেষ্টা করছে। তখন মেয়েটির মা চিৎকার দিলে নয়ন তাকে ফেলে পালিয়ে যায়। এসময় তিনি সেখান থেকে তার মেয়েকে উদ্ধার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে নয়নের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। আটকের পর নয়নকে সোমবার বিকালে যশোর আদালতে পাঠানো হয়েছে। 

এদিকে ওই শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেই তিনি জানান। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি