ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দুই নৃত্যশিল্পীকে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৯, ২৯ অক্টোবর ২০১৯

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন শ্রীমঙ্গলের দুইজন কৃতি নৃত্যশিল্পী তমা দেব ও অন্বেষা দেবনাথ। এমন কৃতিত্ব অর্জন করায় তাদের সংবর্ধনা দিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।

সোমবার রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সহসভাপতি শামিম আক্তার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সস্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এশিয়ান টেলিভিশনের শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাস সুমন,নৃত্য প্রশিক্ষক দ্বীপ দত্ত আকাশ, শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক রোকন উদ্দিন, বিশিষ্ট কলামিস্ট আমিরুজ্জামান, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুল আনাম চৌধুরী।

এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি