ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩, ২৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট কুমিল্লা কার্যালয়ের আয়োজনে কুমিল্লা অঞ্চলে বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কুমিল্লা আলেখারচরে একটি রেস্টুরেন্টের হল রুমে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা।

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট গাজিপুরের গবেষণা পরিচালক ড. তমাল লতা আদিত্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ব্রি গাজিপুরে পরিচালক প্রশাসন ও সাধারণ পরিচর্যা ড. কৃষ্ণ পদ হালদার, খামার বাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক মনিটরিং ও বাস্তবায়ন, কৃষিবিদ শাহ মো. আকরামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ।

কর্মশালায় কুমিল্লা অঞ্চলের তিন জেলার কৃষি সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও এ অঞ্চলের কৃষি উপকরণ ডিলার, কৃষক ও বিভিন্ন এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় এ অঞ্চলের বোরো ধানের আবাদ, সম্ভাবনা ও উৎপাদন নিয়ে অতিথিরা বক্তব্য রাখেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি