ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ২৯ অক্টোবর ২০১৯

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন।  

মঙ্গলবার ভোর রাতে কড়ইতলী এলাকার আনন্দবাজার সংলগ্ন চেরাগআলী সুপারিবাগান এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। 

পুলিশের দাবি, সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন-এসআই মনজুর আলম, কনষ্টেবল দেলোয়ার ও ইসমাইল। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, ৪ রাউন্ড কার্টুজ, ১টি কুড়াল, ১টি রামদা, চাপাতি, ও পাইপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি