ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অসামাজিক কাজে জড়িত ৫ জনকে ভ্রাম্যমান আদালতের সাজা

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৭, ২৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারে অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকার অভিযোগে চারজনকে দুই মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বিকেলে সাভারের ডগরমোড়া এলাকার জনৈক লুৎফন নেসার মালিকানাধীন ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

সাজাপ্রাপ্তরা হলো, আজাদ শরীফ (২৯), দেলোয়ার হোসেন দিলু (৩২), শিমা খাতুন (২৪), দিলারা বেগম (৩৫), ছাড়া সাথী (১৫) নামের এক কিশোরীকে গাজীপুরের কিশোরী সংশোধন কারাগারে প্রেরণ করা হয়েছে।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আটক পাঁচজন ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে আসামাজিক কার্যকালাপ করে আসছিলো। 
এ দিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অসামাজিক কার্জকলাপের সাথে জড়িত থাকার দায়ে চারজনের প্রত্যেককে দুই মাসের করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে এসময় পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি