ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ক্যাসিনো সম্রাটের সহযোগী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ৩০ অক্টোবর ২০১৯

ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী জাকির হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। 

সোমবার রাতে তাকে ভোলা থেকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে  সদর থানায় সোপর্দ করা হয়। 

মঙ্গলবার রাত ১০টায় পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এ ব্যাপারে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জনা যায়, সোমবার রাত ৩টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে পাসপোর্ট অফিস এলাকায় নানা শ্বশুর আবদুর রহিমের বাড়ি থেকে জাকিরকে গ্রেফতার করে। 

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪ বোতল বিদেশি মদ, ১ হাজার ১৬০ টাকা ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে র‌্যাবের ডিএডি আমিরুল ইসলাম বাদী হয়ে ভোলা থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। 

ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, জাকিরকে বুধবার আদালতে সোপর্দ করা হবে। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি