বেনাপোলে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক
প্রকাশিত : ১৯:৩৮, ৩০ অক্টোবর ২০১৯
ভারত বাংলাদেশ সীমান্ত পর্যায়ে পারস্পারিক আস্থা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা, বিভিন্ন উন্নয়নমুলক কাজ এবং বিজিবি বিএসএফ সমম্বিত টহল জোরদার করার জন্য বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বিএসএফের প্রতিনিধিদলটি চেকপোস্টে এলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সীমান্ত সংক্রান্ত প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের ৬ সদস্যর নেতৃত্ব দেন বিজিবির দক্ষীন পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক জালাল গনি খান। তার সাথে ছিলেন বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন খুলনা ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসাররা।
অপরদিকে বিএসএফ’র ৫ সদস্যের নেতৃত্ব দেন ভারতের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী ইয়াগেশ বাহাদুর খুরানিয়া। তার সাথে ছিলেন বিএসএফ কলকাতা ও কৃষ্ণনগর সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসাররা।
বিজিবি‘র পরিচালক অপারেশন আহমেদ জুনাইদ আলম খান বলেন, উভয় দেশের মধ্যে পরস্পর সৌহার্দ্য, সম্প্রতি ও সীমান্তে নিরাপত্তা, উন্নয়নমুলক কাজ নিয়ে আলোচনা হয়। এছাড়া উভয় দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে যৌথভাবে টহল ব্যবস্থার কথা বৈঠকে স্থান পায়।
কেআই/আরকে
আরও পড়ুন