ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সরাইলে দুই ভুয়া সাংবাদিক আটক 

সরাইল প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২১, ৩০ অক্টোবর ২০১৯ | আপডেট: ২২:৪৯, ৩০ অক্টোবর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাংবাদিক পরিচয় দিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করার সময়ে দুইজন ভুয়া সাংবাদিককে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী।

বুধবার দুইটায় উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা নিলুফা পারভিন, পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক বজলুর রহমান, মসজিদের ইমাম মাওলানা আহম্মদ আলী নিকট থেকে পাঁচশত টাকা করে চাঁদা আদায় করলে বিদ্যালয়ের সভাপতি শেখ জমসেদ আলীর সন্দেহ হয়।

এসময় এলাকাবাসী তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকাকে অবগত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে হাবিবুর রহমান ও জসিম উদ্দিনকে আটক করে সরাইল থানা পুলিশে সোপর্দ করে। হাবিবুর রহমান নিজেকে মাসিক বাঙ্গালীর একুশে পত্রিকার সম্পাদক দাবী করে। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তল্লা গ্রামে। রিপোর্ট লেখা পযর্ন্ত স্কুল ও মসজিদ কমিটির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি