ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০১, ৩১ অক্টোবর ২০১৯

জনসচেতনতার লক্ষে জয়পুরহাটে মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছে জেলা ট্রাফিক পুলিশ।

বুধবার শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদের সামনে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে এসব হেলমেট বিতরণ করেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, ট্রাফিক সাজেন্ট মোহাম্মদ আলম, জাহাঙ্গীর হোসেন ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

হেলমেট বিতরণের সময় যে সব মোটরসাইকেল আরোহী হেলমেট পড়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন তাদের ফুল উপহার দিয়ে ধন্যবাদ জানান পুলিশ সুপার।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি