ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দোহারে ৮ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:০২, ৩১ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:০২, ৩১ অক্টোবর ২০১৯

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের গোড়াবন এলাকা থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সাত জুয়াড়ির প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও জুয়া খেলা দেখার অপরাধে শেখ দুলালকে তিন হাজার টাকার অর্থদণ্ড দেন।

আটককৃতরা হলেন- মো. লিটন (২৩), আব্দুল করিম (৩৫), মো.স্বপন (৪৫), মো. রাসেল (৩৩), মো. শরীফ (৩৫), মো. সাগর (২৪), মো. জামাল (৩৫) ও শেখ দুলাল (৩৫)।

এছাড়া গাজা সেবনের অপরাধে নারিশা সাতভিটা এলাকা থেকে মো. অভি নামে একজনকে আটক করে পুলিশ। তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি