ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মাগুরায়ইসলামী ব্যাংকের ৩৪৯ তম শাখা উদ্ভোধন

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০২, ৩১ অক্টোবর ২০১৯

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪৯ তম শাখার উদ্ভোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় লাঙ্গলবাধ বাজারের স্কুল রোডে বিসমিল্লাহ সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় ৩৪৯ তম শাখা উদ্ভোধনের মধ্য দিয়ে এ শাখার কার্যক্রম শুরু হয়। 

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে উদ্ভোধন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জন প্রধান মিজানুর রহমান, মাগুরা শাখার ব্যাবস্থাপক জাহাঙ্গীর আলম, লাঙ্গলবাধ শাখা প্রধান সেলিম চৌধুরী।

এই ব্যাংক প্রতিষ্ঠার মধ্যমে লাঙ্গলবাধ বাজারের ব্যাবসায়ী ও সর্ব সাধারনের অভুত পূর্ব উপকার হবে বলে এলাকাবাসি মনে করেন। আগে ব্যাংকিং কার্যক্রমের জন্য প্রায় ৩৫ কিলোমিটার পাড়ি দিয়ে মাগুরায় যেতে হতো ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তা লাঘব হবে।
 
আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি