ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

অস্ত্র-মাদকসহ র‍্যাবের হাতে ছাত্রলীগ নেতা আটক

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১৮:২৬, ৩১ অক্টোবর ২০১৯

অস্ত্র-মাদকসহ র‍্যাবের হাতে আটক ছাত্রলীগ নেতা

অস্ত্র-মাদকসহ র‍্যাবের হাতে আটক ছাত্রলীগ নেতা

রাজধানী ঢাকার অদূরে সাভারে প্লাবন খান মজলিস নামের এক ছাত্রলীগ নেতাকে অস্ত্র-মাদকসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৪)। আটকের পর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে  প্লাবনকে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৪। 

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে সাভার পৌরসভা এলাকার সাব-রেজিস্ট্রিী অফিসের পাশে প্লাবনের বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। র‌্যাব-৪ এর এসআই কাইসার মাতুব্বরের নেতৃত্বে এ অভিযান পরিচলনা করা হয়।

আটক প্লাবন খান মজলিস সাভার পৌরসভা এলাকার মান্নান মোল্লার ছেলে। সে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্লাবনকে পাঁচ’শ পিস ইয়াবা, একটি শুটার গান, এক রাউন্ড গুলি ও মাদক বিক্রির তালিকাসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলো।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি