ঢাকা, বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জ আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৩, ৩১ অক্টোবর ২০১৯

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের নীলপুর বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমানের উপস্থাপনায় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম। 

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা মো. ইয়াকুব বখত বহলুল, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. ফজর আলী, এ্যড. মো. মিজানুল হক প্রমুখ। 

সম্মেলন শেষে লক্ষণশ্রী ইউনিয়নের সকল ওয়ার্ডের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে ব্যালটের মাধ্যমে মো. শাহীনুর রহমানকে সভাপতি ও মো. সোহেল মিয়াকে সাধারণ সম্পাদক করে লক্ষণশ্রী ইউনিয়নের ৬৬ টি সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি