ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে বিজিবির অভিযানে দুটি বন্দুক উদ্বার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৫, ৩১ অক্টোবর ২০১৯ | আপডেট: ২৩:২৬, ৩১ অক্টোবর ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জের ত্রিপুরা সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিকেলে চাম্পরায় চা বাগান থেকে বন্দুক দুটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির সহকারী পরিচালক মো. শাহজাহান। 

বিজিবি সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী সোনারায় বাগানের গোলটিলা জঙ্গলের সরু পথে পরিত্যক্ত অবস্থায় ২টি একনালা বন্দুক পড়েছিল। কুরমা ক্যাম্পের বিজিবি হাবিলদার আবু বক্কর সিদ্দিকির নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত চৌকির ঐ এলাকায় নিয়মিত টহলে ছিল। এ সময় জঙ্গলের ফাঁড়ি পথে (পায়ে হাঁটা রাস্তায়) একনলা ২টি বন্দুক চোখে পড়ে। 

হাবিলদার আবু বক্কর সিদ্দিকি জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দুক দুটি উদ্বার করে উর্ধতন কর্মকর্তার নিদের্শক্রমে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি