ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারে জবাবদিহিতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ১ নভেম্বর ২০১৯

মৌলভীবাজারে ৭০০ অংশগ্রহণকারী নিয়ে প্লাটফরমস্ ফর ডায়ালগ (পিফোরডি) এর ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন ও সামাজিক জবাবদিহিতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানে মন্ত্রিপরিষদ বিভাগের অংশিদারিত্বে ও বিট্রিশ কাউন্সিলের বাস্তবায়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, শিক্ষক ও সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এনডিসি।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পিফোরডি এর প্রকল্প পরিচালক ক্যাবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব সুলতান আহমদ। পিফোরডি বিষয়ে বিশেষ বক্তব্য উপস্থপন করেন প্রজেক্টের টিম লিডার এয়ারসেন স্টিপেয়ানিয়ান।

কর্মশালায় বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ ও মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

কমশালায় জাতীয় শুদ্ধাচার, তথ্য অধিকার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি, সিটিজেন চার্টারের সুফলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাতশত লোক অংশ নেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি