ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাভারে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১৩:০০, ১ নভেম্বর ২০১৯

রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভার উপজেলায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামের (৬৫) এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার ভোর রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর রাতে মোগড়াকান্দা এলাকায় ওই গৃহবধুর (৪০) বাড়িতে রফিকুল ইসলাম নামের ওই বৃদ্ধ তাকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

এসময় ওই বৃদ্ধ ধর্ষণের বিষয়টি কাউকে জানালে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। পরে গতকাল বৃহস্পতিবার রাতে ওই গৃহবধু ধর্ষক রফিকুল ইসলামকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে আজ ভোর রাতে মোগড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে আটক করে পুলিশ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, ধর্ষণের শিকার গৃহবধুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য সময় চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি