ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আ. লীগের সমাবেশ ঘিরে কামারখাড়ায় ১৪৪ ধারা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় সংঘাত এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় সমাবেশ স্থলের আশেপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান।

ইউএনও বলেন, কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। ওয়ার্ড কমিটি ঘোষণার পক্ষে কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আমীর হোসেন অবস্থান নিলেও সহ-সভাপতি আনিছ হালদার বিপক্ষে ছিলেন। এ নিয়ে উভয় পক্ষ শুক্রবার একই স্থানে সমাবেশ ডাকে। তাই সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি এবং রাজনৈতিক সব কর্মসূচি স্থগিত করা করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি