ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় যুব দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় যুব সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। জেলা যুব উন্নয়ন অধিদফতর এর উপপরিচালক ইয়াকুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

পরে যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ এবং যুব ঋণ ও যুব কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি