ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে বিরল প্রজাতির বনরুই উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৩, ১ নভেম্বর ২০১৯

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে কচাকাটা থানার পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে চোরাকারবারীদের কবল থেকে বনরুইটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি-তদন্ত) শফিকুল ইসলাম।

তিনি জানান, চোরাকারবারীরা বনরুইটিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পূর্বকেদার গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এ প্রাণীটিকে বস্তাবন্দী অবস্থায় ধানক্ষেতে ফেলে পালিয়ে গেলে তা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।শুক্রবার সকালে বনবিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান শাহীনের কাছে বনরুইটি হস্তান্তর করা হয়েছে।

নাগেশ্বরী বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন বলেন,‘বনরুইটি রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে মৌলভীবাজার বনাঞ্চলে এটাকে মুক্ত করা হবে।’
এমএস/কেআই 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি