ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাম্বার ওয়ানের মতো সাকিব নিজেই আসন উদ্ধার করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যুব ও ক্রীড় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘সাকিব যেভাবে সারা বিশ্বে নাম্বার ওয়ান হয়েছে, সেভাবেই তিনি নিজ আসনটিকে উদ্ধার করবেন।’ আজ শুক্রবার গাজীপুরে প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল’র আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি এ সময় বলেন, ‘আইনে আছে, কোনো আপিল করা যাবে না। তবে আমরা অনুরোধ করতে পারি, এক বছরের যে শান্তি দেওয়া হয়েছে, সেটা কমানোর জন্য। ইতোমধ্যে আমরা ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু সাকিব কোন দোষ করেনি। সেহেতু আমরা অনুরোধ করবো ১৬ কোটি মানুষের পক্ষ থেকে তার এ শান্তি যেন কমিয়ে দেওয়া হয়। যেন তিনি বীরদর্পে আবারও মাঠে ফিরতে পারেন।’

গাজীপুরের এ টুর্নামেন্টে রাজধানীসহ সারাদেশের ২৬টি ইন্টারন্যাশনাল স্কুলের ৪০টি দল অংশ নিয়েছে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি