ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপে শারদাঞ্জলি ফোরামের পঞ্চম বর্ষপূর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ১ নভেম্বর ২০১৯

'মঙ্গল আলোয় আলোকিত হউক মানব জীবন' এই স্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন সন্দ্বীপ শারদাঞ্জলি ফোরাম এর পঞ্চম বর্ষপূর্তি ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির পৌরসভায় বর্ষপূর্তি উপলক্ষে অনুভূতি প্রকাশ, কেক কাটা ও নতুন কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি রবি মজুমদার। 
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ মজুমদার, সহ-সভাপতি যথাক্রমে ইন্দ্রজিৎ রায়, ডা. মৃদুল দাস, সঞ্জীব দাস, যুগ্ম সম্পাদক রাগবীর গুহ, সহ-সম্পাদক কাঞ্চন মজুমদার, সহ-সম্পাদক মিঠু মজুমদার, সাংগঠনিক সম্পাদক ডা. দুলাল চন্দ্র শীল, কোষাধ্যক্ষ সবুজ মজুমদার প্রমুখ। 

বক্তারা বলেন, সনাতনী সেতুবন্ধনে কৃষ্টি, সংস্কৃতি, সত্য ও শান্তির সন্ধানে তারুণ্যের অভিযাত্রায় শারদাঞ্জলি ফোরাম সারাদেশে স্বাত্বিক পুজা উদযাপন, রক্তদান, দুঃস্থ ও অসুস্থ রোগীদের সহায়তা, ফ্রি-ব্লাড গ্রুপিং, গীতা নিকেতনের মাধ্যমে গীতা শিক্ষা প্রদান, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষা উপকরণ সহায়তাসহ প্রতিনিয়ত বিভিন্ন মানবিক কাজ করতে করতে ৫ বছরের দীর্ঘ পথচলায় মানবিক সংগঠন হিসেবে দেশে সাড়া ফেলেছে। যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি