ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ০০:০৫, ২ নভেম্বর ২০১৯ | আপডেট: ০০:০৮, ২ নভেম্বর ২০১৯

বাগেরহাট-মোংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকার মহিষ খামারের সামনে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংর্ঘষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে মহাসড়কের ফকিরহাট উপজেলার সুকদাড়ার মহিষ খামারের সামনে এ ঘটনা ঘটে। 

এতে একই মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানান কাটাখালী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। 

জানা যায়, নিহতরা যশোর জেলা সদরের পোলেরহাট গ্রামের বাসিন্ধ যশোর এমএম কলেজের শিক্ষার্থী লিটন (২২) ও একই এলাকার তুহিন (২৭)। আহত অপর আরোহীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতরা মোটরসাইকেল যোগে মোংলা থেকে যশোর ফিরছিলেন বলে জানা যায়। 

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘মহাসড়কের ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় দুর্ঘটনা র খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে। আহতকে উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।’

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি