ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি মীম, সম্পাদক পলাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ২ নভেম্বর ২০১৯

দুই সদস্য বিশিষ্ট নড়াইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে চঞ্চল শাহরিয়ার মীমকে সভাপতি এবং রকিবুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এক বছরের জন্য গঠিত এই কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক নড়াইল জেলা শাখার কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সাথে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়া হলো।

এদিকে, জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে শুক্রবার সন্ধ্যায় শহরে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মেয়াদোত্তীর্ণ কমিটিতে সভাপতি ছিলেন আশরাফুজ্জমান মুকুল ও সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন।
এআই/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি