ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লার স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৭, ২ নভেম্বর ২০১৯

“রক্তে মাংসে গড়া এই দেহে থাকিতে মোদের প্রাণ, একবার নয় বার বার মোরা করিব রক্তদান” এই স্লোগানে কুমিল্লার দেবিদ্বারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে। 

শনিবার (২ নভেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মাঠ থেকে দৃষ্টান্ত ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (কুমিল্লা) সাধারণ সম্পাদক মো. সাইফ উদ্দিন রনীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মো. রাকিব হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, সদস্য লুৎফুর রহমান বাবুল, পৌর আওয়ামী লীগ নেতা গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামিমসহ আরো অনেকে।
/আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি