ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ২ নভেম্বর ২০১৯

ব্রাহ্মাণবাড়িয়ার সদরে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের’ আয়োজনে শিক্ষার্থীরা জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছেন। 

শনিবার (২ নভেম্বর) বেলা ১২টায় কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। 

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রভাষক পঙ্কজ কুমার দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন বেপারী, ড্রিম ফর ডিস এবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়তুল আজিজ মুন্না, বিডি এনিমেল হেলথের ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ, সংগঠনটির ব্রাহ্মাণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি প্রমুখ। 

এ সময় শিক্ষার্থীরা নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো ধুমপান না করতে, ছেলেরা ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ পাঠ করেন।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি