ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপে ৪৮তম সমবায় দিবস পালিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ২ নভেম্বর ২০১৯

'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সন্দ্বীপে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সন্দ্বীপ সমবায় অধিদপ্তর ও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান। 

দিবস উপলক্ষে সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালী সন্দ্বীপের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সমবায়ের পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আব্দুল হাকিম অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা বিদর্শী সন্বোধী চাকমা। প্রধান আলোচক ছিলেন সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া।

সমবায়ী ওমর ফারুকের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, সহকারী-কমিশনার ভূমি মো. মামুন খাঁন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম, মেঘনা সঞ্চয়ের চেয়ারম্যান সাইফুল ইসলাম ইনসাফ, সাবেক ব্যাংকার কাজী শামসুল আহসান খোকন, রুপালী ক্রেডিটের ব্যবস্থাপক কামরুল ইসলাম টিটু, কাজী আকতার হোসেন, মো. নুরুল আমিন, আবু নাসের পেলিশ্যা, আকবর হোসেন, মো. আব্দুর রহিম, মো. আব্দুল হান্নান প্রমুখ।

এরপর সফল সমবায়ী পুরস্কার গ্রহণ করেন অনাদী চক্রবর্তী, মাঈন উদ্দীন, কাজী আক্তার হোসেন, মাসুদ রানা, কামরুল হাসান, আবুল হাসেম, ওমর ফারুক, রহিমউল্যা, কামরুল ইসলাম টিটু, আমিন রসুল হেলাল, আব্দুল হান্নান, নুরুল আমিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায় ভিত্তিক সমাজ গঠন। বঙ্গবন্ধু এই সত্যটি উপলব্ধি করে দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে। বিগত দশ বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি