ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে ৪৯ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩২, ২ নভেম্বর ২০১৯

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৯ হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান (৩৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ। 

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকা থেকে এসব ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক আবদুর রহমান চট্টগ্রাম জেলার লোহাগাড়ার গারাগিয়া রঙ্গিনপাড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে। 

রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ মো. আবু আবদুল্লাহ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১১টার দিকে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ কর্তৃক ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর এরশ কটি পরিবহন নামক একটি গাড়ি  ঘটনাস্থলে পৌঁছলে তল্লাশি চালিয়ে ৪৯ হাজার ইয়াবাসহ আব্দুর রহমানকে আটক করা হয়। 

পরে তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি