ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪২, ২ নভেম্বর ২০১৯

আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য বকুল হায়দার

আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য বকুল হায়দার

সিরাজগঞ্জের দত্তবাড়িতে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য বকুল হায়দারকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে সদর উপজেলার দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সীর ছেলে এবং বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। 

শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে বকুল হায়দার বাড়ির পাশে থাকাবস্থায় মাইক্রোবাস যোগে আসা সন্ত্রাসীরা পিছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার এসআই আলী জাহান এবং নিহতের স্বজনেরা জানান, শনিবার রাত ৮টার দিকে বকুল হায়দার বাড়ির পাশে অবস্থান করছিলেন। এ সময় মাইক্রোবাস যোগে আসা সন্ত্রাসীরা পিছন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। পুলিশ ঘটনা গুরুত্বের সঙ্গে ক্ষতিয়ে দেখছে বলে জানিয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি