ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫০, ৩ নভেম্বর ২০১৯

যশোরের বেনাপোলে সীমান্ত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্নু মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার সন্ধ্যায় বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক মিন্নু বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের খোরশেদ আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদে জানা যায় এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এনে ঘিবা মাঠের মধ্যে মেহগনি বাগানে অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি