ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব রক্ষকের ইন্তেকাল

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩১, ৩ নভেম্বর ২০১৯

হিসাব রক্ষক আব্দুল হাফিজের (৪৮) ইন্তেকাল

হিসাব রক্ষক আব্দুল হাফিজের (৪৮) ইন্তেকাল

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব রক্ষক আব্দুল হাফিজ (৪৮) রোববার সকাল ৭টায় হ্নদরোগে আক্রান্ত হয়ে সরাইল উপজেলা স্টাফ কোয়ার্টারে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন নাবালক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

রোববার সকাল দশটায় উপজেলার শাহী মসজিদের ইমাম মাওলানা আমান উল্লাহ সরাইল উপজেলা প্রাক্ষনে মরহুমের ১ম 
জানাযার নামাজ শেষ করেন। ২য় জানাযার নামাজ শেষে নোয়াখালি জেলার লক্ষ্মীপুর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ফারজানা পিয়াংকা, সরাইল সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা শিক্ষক 
সমিতির সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা সাহিদ খালিদ জামিল খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন শোক প্রকাশ করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি