ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৬, ৩ নভেম্বর ২০১৯

রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারে অজ্ঞাত এক পুরুষের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সাভারের নামা গেন্ডা এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ জানায়, দুপুরে নামা গেন্ডা এলাকার একটি ডোবার কুচুরি পানার নিচে অজ্ঞাত এক পুরুষের লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। 

নিহত যুবকের গলায় গামছা পেঁচানো ছিলো। পুলিশের ধারণা দুর্বৃত্তরা অজ্ঞাত ওই পুরুষকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার জন্য কুচুরি পানার ভেতরে রেখে পালিয়ে যায়। এদিকে নিহত ওই পুরুষের প্যান্টের পকেটে একটি ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে ওই পুরুষের নাম মিলন, বাড়ি সাভারের রেডিওকলোনীর নয়াবাড়ি এলাকায়।
 
এবিষয়ে সাভার মডেল থানার এসআই অপূর্ব বলেন, দুর্বৃত্তরা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি