ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দিনাজপুরে বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ৪ নভেম্বর ২০১৯ | আপডেট: ১০:৫১, ৪ নভেম্বর ২০১৯

দিনাজপুরে  শুরু হয়েছে বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষ। এতে পুকুরের চেয়ে ১০ গুণ বেশি উৎপাদন করা যায়। স্বল্প ব্যায়ে অধিক লাভ হওয়ায় শিক্ষিত তরুণরা এই পদ্ধতিতে মাছ চাষে উৎসাহী হচ্ছেন। 
মাছের বর্জ্য থেকে খাদ্য তৈরী করে মাছকে খাওয়ানোর পদ্ধতিই হচ্ছে বায়োফ্লোক পদ্ধতি। এটি রোগ সৃষ্টিকারী জীবানু ধ্বংস করে। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে মাছ দ্রুত বৃদ্ধি পায়।
দিনাজপুরের মাঝডাঙ্গা গ্রামের উদ্যমী তরুণ আল-আমিন খান বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করে সফল হয়েছেন। তার খামার দেখতে আসছেন বহু মানুষ। এ পদ্ধতিতে হাজার লিটার পানিতে ৮০ থেকে  ১শ’ কেজি মাছ উৎপাদন সম্ভব।
বায়োফো¬ক একটি সহজ পদ্ধতি। মাছ চাষ খুবই সহজ। অল্প জায়গায় স্বল্প খরচে অধিক মাছ পাওয়া যায়। 
মৎস সম্পদে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে যাবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্ন বাস্তবায়নে বায়োফ্লোক পদ্ধতি  ভুমিকা রাখবে বললেন, এই মৎস কর্মকর্তা। 
মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে ৩য় অবস্থানে রয়েছে। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি