ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় সড়কে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ৪ নভেম্বর ২০১৯

সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লায় লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সার্কিট হাউজ সড়কে এ লিফলেট বিতরণ করেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এ সময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, সড়কে শৃংখলা ও দুর্ঘটনা এড়াতে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হয়েছে এবং গত ১ নভেম্বর থেকে এ আইন কার্যকর হয়েছে। নতুন আইনে জরিমানা ও শাস্তির পরিমাণ অনেক বেশি। তাই অনাকাঙ্খিত শাস্তি ও জরিমানা এড়াতে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে এবং আইন মেনে চলতে হবে। তাই জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি