ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

‘ঘুষ ও দালালি ছাড়াই ক্ষতিপূরণ পাচ্ছেন জমির মালিকরা’

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ৪ নভেম্বর ২০১৯

বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকরা ঘুষ ও দালালি ছাড়াই তাদের ক্ষতিপূরণ পাচ্ছেন বলে জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। বলেন, কোনও প্রকার হয়রানি ছাড়াই জমিদাতারা এসব টাকা পাচ্ছেন।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ তন্ময় বলেন, দুর্নীতিমুক্তভাবে জমি মালিকদের টাকা পরিশোধ করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে প্রত্যয় তা বাস্তবায়িত হচ্ছে।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. জিকে সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আলিমুজ্জামান মিলন, সাংবাদিক বাবুল সরদার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, আমি বাগেরহাটে আসার পরে ভূমি অধিগ্রহণের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা শুরু করেছি। তার ধারাবাহিকতায় ১২৯টি চেকের মাধ্যমে আমরা ৬ কোটি ৬১ লাখ ৯ হাজার ৮৮০ টাকা ক্ষতিগ্রস্থ জমির মালিকদের হস্তান্তর করেছি। এর আগে তিনটি ধাপে আমরা ১১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৩৮৯ টাকা ক্ষতিগ্রস্থদের প্রদান করেছি। খানজাহান আলী বিমান বন্দরে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ৬৫ শতাংশ টাকা আমরা পরিশোধ করেছি।

তিনি আরও বলেন, এরপর থেকে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের অনলাইনের মাধ্যমে তাদের ক্ষতিপূরণ প্রদান করা হবে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি