ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফেনীতে ৮ জনকে অজ্ঞান করে মালামাল লুট

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ৪ নভেম্বর ২০১৯

ফেনীতে দুই পরিবারের ৮ সদস্যকে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সোমবার গভীর রাতে ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জায়লস্করা ইউনিয়নের বারাহিগুনী এলাকার ছেরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, রাতে একি বাড়ির মুজিবুর রহমানের পরিবারের ৫ সদস্যকে ও সপ্না বেগমের ৩ সদস্যের সবাইকে বিষাক্ত স্প্রে দিয়ে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। পরে আজ দুপুর পর্যন্ত পরিবারের লোকদের কোনও সাড়া না পেয়ে প্রতিবেশিরা অজ্ঞান অবস্থায় আটজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। ভুক্তভোগী পরিবারের সবাই অসুস্থ থাকায় লুট হওয়া মালামালের পরিমাণ জানাতে পারেনি।

ফেনী ২৫০ শর্য্যা বিশিষ্ট জেলা সদর হাপাতালের কর্তব্যরত ডা. জামাল উদ্দিন জানান, অচেতন অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তারা নেশা জাতীয় দ্রব্য সেবনের ফলে সুস্থ হতে আরো দু-তিন দিন সময় লাগবে।

এ ব্যপারে দাগনভূঁইয়া থানার পরিদর্শক আসলাম সিকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংগ্রহ করা হয়েছে প্রয়োজনীয় আলামত। বিষয়টি তদন্ত চলছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি