ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে দুদকের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৭, ৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে তিন দালালকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে অবস্থিত বিআরটিএ অফিসে এ অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারী। 

দণ্ডিতরা হলেন, চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার এসএম আসাবুল হকের ছেলে মো. ইমরান (২৯), কেদারগঞ্জের মৃত ইসলাম উদ্দিনের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩) এবং সাদেক আলী মল্লিকপাড়ার মৃত সাবদার হোসেনের ছেলে আশরাফুজ্জামান বকুল (৪৯)। দণ্ডপ্রাপ্তদের সদর থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

কুষ্টিয়া দুর্নীতি দমন সমন্বিত কার্যালয়ের (দুদক) উপ-পরিচালক মো. জাকারিয়া হোসেন জানান, বিআরটিএ অফিসে সেবা গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত অর্থের প্রলোভন দেখিয়ে সুবিধা দেয়া হয়, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। 

এসময় হাতেনাতে তিন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সরকারি কর্মচারীদের রেকর্ডপত্র দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

এআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি