ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক 

বেনাপোল(যশোর)প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০০, ৪ নভেম্বর ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ মিন্টু মোল্যা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ৩টার সময় বেনাপোল পৌর এলাকার ভবারবের গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মিন্টু বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আকুব্বারের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পেরে বেনাপোল ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি