ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারের দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৯:২৮, ৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজার থেকে দেড় টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তানজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে জয়পাড়া বাজারের পাঁচটি দোকান ও একটি গোডাউন থেকে দেড় টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে তা জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের অপরাধে বাজারের ব্যবসায়ী মোকছেদ আলী, মো. আলমগীর, গৌর কুন্ডু, আব্দুল জলিল, মদন মোহন বনিক ও মো. মিরাজকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তানজীদ আহমেদ বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সারাদেশে অভিযান চলছে এবং এ অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত পলিথিন জব্দ করা হয়েছে এবং এর সাথে জড়িত ব্যবসায়ীদের অর্থদণ্ড করা হয়েছে।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি