ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় ফেনসিডিল ও ইয়াবাসহ ৩যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৪, ৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ যুবক আটক হয়েছে। সোমবার দুপুরের দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানে অন্যরা ছিলেন এসআই রইচ উদ্দিন, এসআই মাসুদুজ্জামান, এএসআই রফিকুল ইসলাম, এএসআই মিজানুর রহমান। কলারোয়া মাংসের বাজারস্থ গলির ভীতর থেকে সৈয়দ মোঃ ফয়সালের ফলের গোডাউনের মধ্যে থেকে রোববার বিকালে ৩৯ বোতল ফেনসিডিলসহ পৌরসদরের মির্জাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সৈয়দ মোঃ ফয়সাল (২৭) কে আটক করে।

অপর এক অভিযানে উপজেলার কামারালী গ্রামস্থ পলাতক আসামী ওসমান গনি বাবু এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে ওই গ্রামের মিন্টু সরদারের ছেলে মেহেদী হাসান মুরাদ (১৯) ও রাতে পৌরসাভাধীন ঝিকরা গ্রামের মেসার্স লাকী ফিস এন্ড ফিড এর সামনে পাকা রাস্তার পাশে থেকে সাতক্ষীরার তালা থানার শাহজাদপুর গ্রামের মৃত শেখ আব্দুল ওয়াদুদের ছেলে শেখ ফরহাদ হোসেন (৩০) কে আটক করা হয়। 

আটককৃত ৩ যুবকের কাছ থেকে ৩৯ বোতল ফেনসিডিল ও ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। আটককৃত আসামীদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে যানা গেছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি