জয়পুরহাটে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস
প্রকাশিত : ১০:৩১, ৫ নভেম্বর ২০১৯ | আপডেট: ১০:৩৫, ৫ নভেম্বর ২০১৯
জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুরে ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার এ অভিযানে কাউকে না পেয়ে বালু উত্তোলনের মেশিনপত্র জব্দ করে ধ্বংস করা হয়।
নির্বাহী অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার উত্তর জয়পুরে এলাকার ফসলি জমিরে নিকটবর্তী ছোট যমুনা নদী থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। সোমবার আনসার ব্যাটেলিয়ানের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় সেখানে অভিযান চালানো হয়। আর এ অভিযানের কথা টের পেয়ে সেখান থেকে বালু উত্তোলনের চক্র পালিয়ে যায়। পরে সেখান থেকে বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাইপসহ যাবতীয় সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসন সর্বদা সোচ্চার রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। সেইসঙ্গে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
একে//
আরও পড়ুন