ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

গলাচিপায় আগুনে পুড়ল ১৯ ব্যবসা প্রতিষ্ঠান-বসতবাড়ি

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৫, ৫ নভেম্বর ২০১৯

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি দোকন ও ৪টি বসতঘর পুড়ে গেছে। এত প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পটুয়াখালী ও আমতলীর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, একটি ব্যটারি চার্জারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে জালাল, গিয়াস ও আলাউদ্দিনের ওষুধের দোকান এবং জয়দেবের স্বর্ণের দোকানসহ ১৫টি মুদি মনোহরি ও কাপড়ের দোকান এবং ৪টি বসতঘর পুড়ে যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি