ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ভবনধসে আটকেপড়া সেই শিশুর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৫ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৪৩, ৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ নগরীর বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা ভবনধসের ৪৬ ঘণ্টা পর আটকেপড়া ওয়াজিদ (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ২টার দিকে লাশটি উদ্ধার করেন দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার (৩ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় ফতুল্লা থানার এক নম্বর বাবুরাইলের শেষ মাথায় মুন্সিবাড়ী এলাকার এইচএম ম্যানশন নামে চারতলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় শোয়েব নামে এক স্কুলছাত্র নিহত ও তিনজন আহত হয়।

এরআগে শিশুটির বাবা মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল জানিয়েছিলেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তার ছেলে প্রতিদিন ঐ ভবনে আরবি পড়তে যেত। রোববার বিকেলে পড়া শেষে সে বেরিয়েও আসলেও ভেতরে ফেলে আসা পবিত্র কোরান শরিফ আনতে ভবনটিতে আবার ফিরে যায়।  

এরই এক পর্যায়ে ভবনটি ধসে পড়ে। এরপর শিশুটিকে আর পাওয়া যায়নি। ভবন ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। 

জানা যায়, চারতলা ভবনটির তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ এর আগে শেষ হলেও সম্প্রতি চতুর্থ তলার নির্মাণ কাজ চলছিল।

এমবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি