ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

জীবননগরে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:২০, ৫ নভেম্বর ২০১৯

চুয়াডাঙ্গা জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যাবসায়ী জান্টু (৩২) গ্রেফতার। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী জীবননগর থানার কাশিপুর মাদরাসা পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামি জান্টু।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর থানার শাহপুর ফাঁড়ির আইসি এসআই সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর মাদরাসাপাড়ার কবরস্থানের পাশে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে ২০০গ্রাম গাঁজা ও ৭পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী জান্টুকে গ্রেফতার করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতার জান্টু একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী তার বিরুদ্ধে জীবননগর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে। 

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি