ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোংলায় ইউপি সদস্যসহ ৬০ হরিণ শিকারী আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৯, ৫ নভেম্বর ২০১৯

আটক হরিণ শিকারিসহ এসিএফ

আটক হরিণ শিকারিসহ এসিএফ

বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ ও ইউপি সদস্যসহ ৬০ শিকারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে মোংলার জয়মনি থেকে বন বিভাগ তাদের আটক করে। 

আটক শিকারিদের বাড়ি বাগেরহাটের রামপালের রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নে। শিকারীদের মধ্যে গৌরম্ভা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর কামাল হোসেনও রয়েছেন বলে নিশ্চত করেছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান।

ডিএফও মাহমুদুল হাসান জানান, দুবলার চরে আসন্ন রাশ মেলাকে সামনে রেখে হরিণ শিকারের জন্য এসব শিকারি প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য তারা মোংলার জয়মনির খালে তিনটি নৌকায় করে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদসহ অবস্থান করছিল। খবর পেয়ে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামরুল হাসান। 

এ বিষয়ে এসিএফ কামরুল হাসান বলেন, গোপনে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করি। এসময় তাদের কাছ থেকে তিনটি নৌকা, বিপুল পরিমাণ ফাঁদ এবং হরিণ শিকারের কাজে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি