পাবনায় চরমপন্থি নেতা খুন
প্রকাশিত : ১০:৫৫, ৬ নভেম্বর ২০১৯
পাবনার বেড়া উপজেলায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে আতিয়ার সরদার (২৮) নামের এক চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার রাতে উপজেলার আমিনপুর থানার ছাইথুপির চর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আতিয়ার ওই গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পাবনার আমিনপুর ও রাজবাড়ির পাংশা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস জানান, রাতে কাকসিমুল খানকাশরীফ বাজারে একটি দোকানে বসেছিলেন আতিয়ার। এ সময় সর্বহারা দলের প্রতিপক্ষের সদস্যরা তাকে ডেকে নিয়ে বাজারের পেছনে নিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর যাওয়ার সময় হামলাকারীরা সর্বহারা পার্টির স্লোগান দিয়ে রাজবাড়ির পদ্মা নদীর দিকে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ এবং ছয়টি রাইফেল ও একটি শটগানের গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
একে//
আরও পড়ুন